আঙুলের ডগায় শীত || সাকিব শাকিল

আঙুলের ডগায় শীত

নাকফুল পড়ে গ্যালে ভাঁটফুল জন্ম নেয়
আঙুলের ডগায় শীত নামে আষাঢ়ে বিকেলে
এইসব বিধবা দিনে কার ঘরে জল ঢুকে পরে;
অপেক্ষার করাঘাতে তার ঝরে যায় বিষণ্ণ মৌরিফুল।

করগুণে প্রণয়ী মাস পিছনে ফেলে
ভালবাসার ব্যাগে করে কিনে আনি
ভিজে মেঘের প্যারাগ্রাফ।


বায়োডাটা

মানুষের চেয়ে কুকুর আমার বেশি প্রিয়
তেমনি কোকিলের চেয়ে কাক।
লাভিউ শব্দের চেয়ে ফাক ইউ শব্দটা অনেক পবিত্র,
তাই মারকাজের সব নিয়ম মেনে
তিলাওয়াত তর্জমা খুব জেনে শুনে
মিনারের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে,
আসো ঘোষণা দেই
আই ফাক ইউ।


মিউচুয়াল দু:খ

মিউচুয়াল দু:খেরা তোমার শরীরের খুব নিকটে গ্যালে
কোন অলঙ্ঘ্য স্মৃতির টেবিলে তুমি ঝিমিয়ে পড়
বিপন্ন সন্ধ্যা
আগরবাতি সুখগুলো ছুঁতে পায় না তোমার হিমায়িত কফিন
তাই পথের দূরত্ব মেপে উদ্দেশ্য দৌড়ে পালায় কৈশরের স্বপ্নদোষের কাথায়।

আলুলায়িত দুপুরে মেঘপাখির আস্কারায় আকাশে রক্ত নামে
বৃষ্টির নামে খিস্তী দিয়ে কিস্তি দ্যায় রক্তের বিকেল
এইসব রাতে কবর কবর খেলায় অবহেলার মুদ্রা নামাই তোমার ভেতরে।


জেলে

জলের ভিতর তোমার ছবিখানা ভাইসা উঠলে
আমি জাল ফালাইয়া মাছের বদোলে তোমারে আটকাই।


দুঃস্বপ্নের ঘোড়া

বিষণ্ণ রাত্রির গায়ে হেলান দিয়ে নেমে গ্যালো দুঃস্বপ্নের ঘোড়া
ধুলোঝরা রোদ্দুর বিকালে তার হ্রেস্বা ডাক পৌঁছোঁয় না এই ভন্ডদের নগরে

ধুর্ত শেয়াল দেখে দেখে ভুলে গেছি মানুষের ইতিহাস
বুদ্ধিরঢেঁকি গেলা একেকটা মেধাহীন বোদাই
ছাগলের ম্যাচে কর্তব্যরত রেফারী।

এই অচোদা বৈকালিক দৃশ্য দেখতে থাকে মাথাহীন অন্ধ অকর্মণ্য বধির দর্শক
দৃশ্যপটে এলইডি স্ক্রিনে রিপ্লে দেখানো হয়
খেলতে আসা কয়েকটা ছাগলের অণ্ডকোষ খুঁজে পাওয়া যাচ্ছে না।

এই দূর্গন্ধ কবলিত ভাষ্য শুনে-
গ্যালারিতে জমায়েত অন্ধ বধির অকর্মণ্যরা দুঃচিন্তার ভেতরেও চিন্তায় পড়ে যায়!