সাকিব শাকিলের কবিতার বই—দেহ পালিত সাপ


দেহ পালিত সাপ সম্পর্কে লিখেছেন-শফিক সাঁই

সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে বেড়ে গেছে আমাদের অস্থিরতা, কমে গেছে বিনোদনের নির্মল সব আয়োজন। ধ্বংসের এমন শৈল্পিক রুপ আগে কখনও দেখেনি হয়ত পৃথিবী। দিনদিন যা হয়ে উঠছে আরও লাগামহীন, অথচ বে'জায়গায় লাগামের অন্ত নাই, সীমান্তে মরছে মানুষ, কারখানায় মরছে মানুষ, সড়কে, নদীতে, বেডরুমে মানুষ কেবল মরছে মরছে আর মরছে । 

এখানে জন্মের কোনো উল্লাস নাই কিন্তু মৃত্যুর হাহাকার আছে। কবির মনেও সেই হাহাকার দেখি, কিন্তু তিনি অপেক্ষা করছেন কোনো এক সাপ নামক রক্ষাকর্তার। 

দ্বিধাদ্বন্দ্বে ভরপুর যাপনের অস্থিরতা কেড়ে নিচ্ছে তার উদ্যম, তার প্রগতির স্বপ্ন। তিনি বলছেন, " প্রকৃত আলো অন্ধকারেই দেখা যায় " ; বলছেন, " জন্ম এক কাপড় বদলানোর খেলা, যেখানে ঘুম ভাঙলে জীবন ঢুকে যায় অন্ধকারে "। 


এদিক থেকে বইটি মুলত দ্বিধান্বিত আর সুনির্দিষ্ট স্বপ্নবর্জিত এক সাপের করুণ কান্নার লিখিত প্রকাশ। 

এই কান্না তার একার নয়, আমাদের সবার। চোখের সামনে উঠোনের স্তুপীকৃত ধান চলে যাচ্ছে বর্গীদলের উদরে - আমরা নিরুপায় হয়ে দেখছি। দেখছি আর পড়ছি " দেহ পালিত সাপ " যে সাপের  শিং নেই, নখ নেই, ছুটে না'কো হাঁটে না, কাউকেই কাটে না। কিন্তু সেই সাপ " জ্যান্ত "।


কবিতার বইঃ দেহ পালিত সাপ

প্রকাশনঃ শব্দ মিছিল

মূল্যঃ ৭০ টাকা

যোগাযোগঃ 01731507242